বাগেরহাটে করোনায় আক্রান্তের শীর্ষে ফকিরহাট, প্রভাব কম মোংলায়
টাইমস ডেস্কঃ
বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন। এর মধ্যে মারা গেছেন ২ জন, চিকিৎসাধীন আছেন ২৯ জন ও পুরোপুরি সুস্থ হয়েছেন ৮ জন। এ জেলায় আক্রান্তের শীর্ষে রয়েছে ফকিরহাট থানা। আর করোনার প্রভাব অনেকটাই কম রয়েছে মোংলা থানায়।
এক নজরে দেখে নেওয়া যাক কোন উপজেলায় কত জন আক্রান্তঃ
১। ফকিরহাটঃ বাগেরহাট জেলায় আক্রান্তের শীর্ষে রয়েছে ফকিরহাট থানা, এ থানায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১২ আর পুরোপুরি সুস্থ হয়েছেন ১ জন এবং চিকিৎসাধীন আছেন ১১ জন।
২। শরণখোলাঃ বাগেরহাট জেলায় আক্রান্তের ২ নম্বরে রয়েছে শরণখোলা থানা, এ থানায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮ আর পুরোপুরি সুস্থ হয়েছেন ০ জন এবং চিকিৎসাধীন আছেন ৮ জন।
৩। চিতলমারীঃ বাগেরহাট জেলায় আক্রান্তের ৩ নম্বরে রয়েছে চিতলমারী থানা, এ থানায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬ আর পুরোপুরি সুস্থ হয়েছেন ৩ জন এবং চিকিৎসাধীন আছেন ৩ জন।
৪। বাগেরহাট সদরঃ বাগেরহাট জেলায় আক্রান্তের ৪ নম্বরে রয়েছে বাগেরহাট সদর থানা, এ থানায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫ আর পুরোপুরি সুস্থ হয়েছেন ২ জন এবং চিকিৎসাধীন আছেন ৩ জন।
৫। মোল্লাহাটঃ বাগেরহাট জেলায় আক্রান্তের ৫ নম্বরে রয়েছে মোল্লাহাট থানা, এ থানায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ আর পুরোপুরি সুস্থ হয়েছেন ০ জন এবং চিকিৎসাধীন আছেন ৩ জন।
৬। কচুয়াঃ বাগেরহাট জেলায় আক্রান্তের ৬ নম্বরে রয়েছে কচুয়া থানা, এ থানায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ আর পুরোপুরি সুস্থ হয়েছেন ২ জন এবং চিকিৎসাধীন আছেন ১ জন।
৭। মোরেলগন্জঃ বাগেরহাট জেলায় আক্রান্তের ৭ নম্বরে রয়েছে মোরেলগন্জ থানা, এ থানায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ আর পুরোপুরি সুস্থ হয়েছেন ০ জন এবং চিকিৎসাধীন আছেন ১ জন।
৮। রামপালঃ বাগেরহাট জেলায় আক্রান্তের ৮ নম্বরে রয়েছে রামপাল থানা, এ থানায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ আর পুরোপুরি সুস্থ হয়েছেন ০ জন এবং চিকিৎসাধীন আছেন ১ জন।
৯। মোংলাঃ বাগেরহাট জেলায় একমাএ করোনায় আক্রান্তের সংখ্যা শূন্য মোংলা উপজেলাতে।
গতকাল শনিবার রাতে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় এর মিডিয়া সেল বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য বাগেরহাট জেলাতে এ পর্যন্ত ২ জন করোনা রুগীর মৃত্যু হয়েছে।
কোন মন্তব্য নেই