Header Ads

ফকিরহাটের বিভিন্ন স্থানে করোনা পরিস্থিতিতে জনসচেতনতা মূলক প্রচারণা ও পরিদর্শন


ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে শনিবার সকাল থেকে  বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান, বাজার,বাসস্টান্ডে করোনা পরিস্থিতিতে জনসচেতনতা মূলক প্রচারণা ও পরিদর্শন করা হয়।ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষথেকে জনগনকে সামাজিক দুরত্ব বজায়ে রাখা, মাক্স ব্যবহার বাধ্যতামূলক করনে ফকিরহাটের প্রচার অভিযান ও পরিদর্শন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ এবং ফকিরহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহীমা সুলতানা বুশরা।

এসময় স্ব স্ব ইউপি চেয়ারম্যানবৃন্দের মধ্যে বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, লখপুর ইউপি চেয়ারম্যান এস এস আবুল হোসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সহ সাংবাদিক মান্না দে,মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। ফকিরহাটের বিভিন্ন স্থানে জনসাধরণ মাক্স না ব্যবহারের আইন না মানায় জরিমানা করা হয়।সেই সংগে গণ পরিবহণ ও বিভিন্ন বাজারে স্বাস্থ্য বিধি মেনে চলা, সামাজিক দূরত্ব মেনে চলা, মাক্স ব্যবহার করা বাধ্যতামূলক করনে পরামর্শ প্রদান করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।ফকিরহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহীমা সুলতানা বুশরা বেতাগাতে সকল জনসাধরণ কে স্বাস্থ্য বিধি মানে চলা এবং মাক্স পরা দেখে ধন্যবাদ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.