রামপালে প্রধানমন্ত্রীর তহবিল থেকে মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক অনুদান বিতরণ
জাকারিয়া হোসেন (রামপাল সদর থেকে)।।
রামপাল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খাদেমদের নগত অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে রামপাল উপজেলায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। তবে এ অর্থ মসজিদ কমিটির অন্য কাউকে হস্তক্ষেপ না করার জন্য কঠোর নির্দেশ দেন মেয়র। এ সময় রামপাল উপজেলার সকল মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খাদেমদের প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।
এসময় সিটি মেয়র বলেন,দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পড়া মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খাদেম সল্প বেতনে চাকরি করে। তাদের সংসার পরিচালনা করার কষ্ট সাধ্য হয়ে পরে,কারো কাছে হাত পেতে সহায়তা চাওয়াও তাদের পক্ষে সম্ভব নয় বিধায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মরন ঘাতক করোনাভাইরাস থেকে বাঁচতে রামপালবাসী সহ দেশের সকলকে সামাজিক দুরত্ব,স্বাস্থ বিধি ও সরকারের সকল নিয়ম নিতি মেনে চলাচল করার আহবান জানান সিটি মেয়র।
এসময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলার ভাইস-চেয়ারম্যান নূরুল হক লিপন, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দরা
এসময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলার ভাইস-চেয়ারম্যান নূরুল হক লিপন, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দরা
কোন মন্তব্য নেই