Header Ads

বাগেরহাটের ফকিরহাটে লেবু চুরির অপবাদ দিয়ে ইয়াতিম শিশুকে নির্মম নির্যাতন



বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে লেবু চুরির অপবাদ দিয়ে  ছাব্বির মোল্লা (১২) এক অসহায় ইয়াতিম শিশুকে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে।  নির্যাতনের শিকার কিশোর শুভদিয়া ইউনিয়নের ৭  নং ওয়ার্ডে বাসিন্দা মৃতঃ দাউদ মোল্লার ছেলে।

স্থানীয়দের থেকে জানা যায়,গত  মঙ্গলবার (২জুন) বিকালে শুভদিয়া গ্রামের মজিদ শেখ নামের একজনের  বাড়িতে কয়েকটি কাগজি লেবু চুরি হয়। এই লেবু চুরির ঘটনাকে কেন্দ্র করে মজিদ শেখ তার পার্শ্ববর্তী প্রতিবেশি ইয়েতিম শিশু ছাব্বির মোল্লাকে  সন্দেহ করে ছাগলের দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্মমভাবে নির্যাতন চালায়। মজিদ শেখের নির্যাতনের পরও চুরির কথা অস্বীকার করে শিশুটি  বাঁচার জন্য হাত পা ধরলেও মজিদের মন গলে নি।


এলাকাবাসী চেষ্টা করে  ভীতসন্ত্রস্ত অবস্থায় শিশুটিকে মজিদের কবল থেকে উদ্ধার করে শিশুটির  চাচার হেফাজতে  এনে রাখেছে।শিশুটি এখনো ভয়ে জুবু থুবু হয়ে আছে। ঘটনার শুরু থেকেই শিশুটি নিজ জায়গায় অনড়, সে চুরি করে নাই বলে তার দাবি।

নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন জনগন  বলেন, মজিদ শেখ খামখেয়ালি টাইপের একজন মানুষ।ইতিপুর্বেও মজিদ এলাকায় বেশ কয়েকবার মানূষের ওপর অত্যাচার চালিয়েছে। তিনি নিষ্ঠুর একজন মানুষ।ইতিপুর্বে মজিদ সুন্দরবনের বনদস্যু ছিলো। তাই ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না।

এই বিষযটি নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে,অথচ মজিদের ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। ভুক্তভোগী কিশোরের পরিবার আর্থিক ভাবে অসচ্ছল ও দুর্বল হবার কারনে প্রভাবশালী মজিদের বিরুদ্ধে আইনি ঝামেলায় জড়াতে চায় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.