Header Ads

বিদ্যুৎ বিল ডাবল ভোগান্তিতে জনগণ!


যশোর থেকে নাজিম উদ্দীনঃ  

 দেশের গ্রাম অঞ্চলের অসহায় গরীব লোকদের কাছ থেকে অনিয়ম বিল নিচ্ছেন?
মে মাসের বিল প্রত্যকটি বিলের ডাবল বিল করা হয়েছে।

ইউনিটের হিসাবের সাথে বিদ্যুতের দাম মিলে না। প্রত্যেকটি বিল বেশি বেশি করা হয়েছে।
যেখানে গত ৪/৫ মাসের বিল হিসাব করে দেখা হয়েছে সেখানে বিলের পরিমাণ ১২০,১৫০,২০০,২৫০ এমন আর__০৯/০৫/২০২০  মে মাসের বিলের হিসাব দেখা যাচ্ছে প্রত্যকটি বিলে ৩০০,৩৫০,,৬৫০,,৭০০,,১০০০ এত পরিমাণে বিল আসার কারনে সাধারন মানুষ পড়ছে ভোগান্তিতে।

যেখানে পূর্বের ৪/৫ মাসের ইউনিট দেখা যাচ্ছে ১৫,,২০,,২৫,,৩০,,৩৫,,৪০ এমন আর ___০৯/০৫/২০২০ মে মাসের ইউনিট আসছে ৫০,,১০০,,১২০,,১৫০, 

 গ্রামের অসহায়,, দরিদ্র,, দিনমজুর,, গরীব মানুষ এই মহামারি সময় এ অনেক সমস্যার শিকার হতে হচ্ছে। এছাড়া অনেকভাবে মন্তব্য করতেছে বিল কর্মকর্তার উপর

মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এ ধরনের সমস্যাগুলো সমাধান করার পদক্ষেপ নেয়া হোক।

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.