চারদফা দাবিতে বাগেরহাট সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

    চারদফা দাবিতে বাগেরহাট সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

      




    নিজস্ব প্রতিবেদকঃ

    বাগেরহাট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করে কর্মবিরতি শুরু করেছেন ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসকরা।

    মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল থেকে তারা বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে অবস্থান কর্মসুচী পালন করে। এদিকে ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।


    অবস্থান কর্মসূচীতে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। যা আমাদের দক্ষ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করবে। এছাড়া দীর্ঘদিন ধরে আমাদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে, তাহলে আমরা পাশ করে কি করব?


     

    তারা আরো বলেন, যেকোন মূল্যে আমাদের চারদফা দাবি মেনে নিতে হবে। তা না হলে, আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন এই ইন্টার্ন চিকিৎসক।

    বুধবার (১৬ আগস্ট) থেকে ইন্টার্ণশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জণ করে আন্দোলনে নামে দেশের ১৭টি সরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। সে আন্দোলন এখনও চলমান রয়েছে। ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা আন্দোলনে সম্মতি দিয়ে কর্মবিরতি করায় আন্দোলনে আরও গতি ফিরেছে বলে দাবি করেন ম্যাটস শিক্ষার্থীরা।


    বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসকরা হটাৎ করে কর্মবিরতিতে যাওয়ায় চিকিৎসা সেবা কিছুটা ব্যহত হচ্ছে। 

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad