বাগেরহাটে শৌচাগার থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

    বাগেরহাটে শৌচাগার থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

     


    স্টাফ রিপোর্টার :

    বাগেরহাট সদর উপজেলায় নিজ বাড়ির শৌচাগার থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূর নাম মুসলিমা খাতুন সীমা (২৮)। তিনি যাত্রাপুর উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। তাঁদের সংসারে ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মুসলিমা খাতুন রান্নাঘরে কাজ করছিলেন। পরে দীর্ঘ সময় শৌচাগারের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এ সময় তার ছোট মেয়ে বিষয়টি দাদাকে জানালে তিনি দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহবধূকে মৃত অবস্থায় পাওয়া যায়।

    বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং শরীরে রক্তের দাগ পাওয়া গেছে।

    ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে—নিহত নারী মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর চিকিৎসার কাগজপত্রও পাওয়া গেছে। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তথ্য মিলেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা—তা নিশ্চিত হতে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

    ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad