বাগেরহাটে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় বেকারি মানিককে জরিমানা - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

    বাগেরহাটে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় বেকারি মানিককে জরিমানা

     



    বাগেরহাট সদর প্রতিনিধি

    নোংরা পরিবেশ ও খাদ্যপণ্যে মেয়াদের তারিখ না থাকায় বাগেরহাটে একটি বেকারি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ( ৩ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ফতেহপুর বাজারে রুনা ঢাকা বেকারির মালিককে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। বেকারির মালিক হাসান সরদার জরিমানার টাকা নগদ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন।

    অভিযান কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য   এর বাগেরহাট জেলার প্রতিনিধি এবং বাগেরহাট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  একটি টিম সহায়তা প্রদান করেন।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জেলা কার্যালয় কর্তৃক বাগেরহাটের ফতেহপুর বাজারে  একটি বেকারিতে  অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বেকারিটিতে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। রুটি,কেকসহ উৎপাদিত অন্যান্য বেকারি পণ্যে উৎপাদনের তারিখ ও  মেয়াদ উত্তীর্ণ এর তারিখ না থাকা এবং নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির  অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় রুনা ঢাকা  বেকারি নামক প্রতিষ্ঠানটি কে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে উক্ত এলাকার অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও  ভোক্তা অধিকার বিরোধী  কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

    শেখ শামীম হাসান / বাগেরহাট সদর

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad