রামপালে ইয়াবাসহ মাদক ব‍্যবসায়ী তানভীর আটক - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

    রামপালে ইয়াবাসহ মাদক ব‍্যবসায়ী তানভীর আটক

     

    এ এইচ নান্টু, রামপাল প্রতিনিধি || 

    রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে তানভীর শেখ (২২) কে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে। আটক তানভীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। তানভীর উপজেলার মানিকনগর গ্রামের জিন্নাত শেখের শেখের পুত্র। 

    সে দীর্ঘদিন রণসেন এলাকা ও তার আশপাশ দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রয়ের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। রামপাল থানার এসআই কামাল হোসেন বৃহস্পতিবার (৪ আগষ্ট) রাত ১০ টায় রণসেন নির্মাণাধীন রেললাইনের পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে ধরেছেন। 


    শুক্রবার (৪ আগষ্ট) সকাল ১১ টায় রামপাল থানা পু্লিশ বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, মাদক নির্মূলে আমরা অভিযান জোরদার করেছি, লোকজনও সহযোগীতা সহযোগীতা ও তথ্য দিয়ে সহযোগীতা করছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad