চিতলমারীর একই কলেজের ২০ ছাত্রীর পালিয়ে বিয়ে ! - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

    চিতলমারীর একই কলেজের ২০ ছাত্রীর পালিয়ে বিয়ে !

     

    নিজস্ব প্রতিবেদকঃ

    বাগেরহাটের চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের ২০ জন ছাত্রী ফেসবুকে প্রেমের মাধ্যমে পালিয়ে বিয়ে করেছেন। চিতলমারী উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ওই কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল মিঞা তথ্য উপাস্থাপন করেন। তিনি এই ঘটনাকে স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোচিং সেন্টার চালুথাকাকে দায়ী করেছেন। ঘটনায় অভিভাবক মহলে ব্যাপক তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


    বুধবার (৩০ আগস্ট) বিকেলে মুঠোফেনে অধ্যক্ষ মোঃ বাবুল মিঞা জানান, অভিভাকদের অসচেতনার কারনে জুলাই আগষ্ট মাসে ফেসবুক ব্যাবহার করে তাঁর কলেজের কমপক্ষে ২০ জন ছাত্রী পালিয়ে বিয়ে করেছে। এরা প্রায়ই সবাই অপ্রাপ্ত বয়স্ক ছিল। ব্যাপারে তিনি অভিভাকদের আরো সচেতন হওয়ার অনুরোধ করেন। সন্তানরা কোথায় কি করছেন সে ব্যাপারে নজরদারি করতে বলেন তিনি।

    সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত চিতলমারী উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মামুন হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।


    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad