চার দফা দাবিতে বাগেরহাট ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

    চার দফা দাবিতে বাগেরহাট ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন



    বাগেরহাট প্রতিনিধি||

    বাগেরহাটে চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা নিজেদের দাবি তুলে ধরেন। এসময়, ম্যাটস শিক্ষার্থী লিংকন শেখ, তানফিজ আহমেদ, আরাফাত রহমান, ফরহাদুল ইসলাম, স্বপ্নীল দাস, শিমু খানমসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

    শিক্ষার্থীরা বলেন, ১৬ আগস্ট থেকে চার দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জণ করে আমরা আন্দোলন শুরু করেছি। এখন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই সময়ে আমরা কোন ক্লাস করিনি, শ্যেণিকক্ষ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি। বিভিন্ন জায়গায় স্মারক লিপি দিয়েছি। আমাদের সহপাঠিরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সাথেও দেখা করেছেন। আমাদের দাবি পূরণের কোন আশ্বাসও পাইনি। শুনেছি, ১৭ তারিখ থেকে পরীক্ষার ঘোষনা আসবে। দাবি না মানলে আমরা পরীক্ষায়ও অংশগ্রহন করব না। যেকোন মূল্যে আমাদের দাবি মানতে হবে। আমরা শিক্ষার্থীরা বেচে থাকতে ম্যাটস শিক্ষাক্রমকে এভাবে ধ্বংস হতে দেব না। প্রয়োজনে আমরণ অন্বেশন করার ঘোষনা দেন শিক্ষার্থীরা। 

    শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে একটু কুচক্রী মহল ইন্টার্ণশীপ বাতিলসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদেরকে কোন কথা বলতে দেওয়া হচ্ছে না।ম্যাটসকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এই শিক্ষার্থী। 

    ম্যাটস শিক্ষার্থীদের দাবীগুলো হচ্ছে, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে "মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ" নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ প্রদান। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad