বাগেরহাটে ধর্মীয় সংখ্যালঘু আইন প্রনয়নের দাবিতে মানববন্ধন - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

    বাগেরহাটে ধর্মীয় সংখ্যালঘু আইন প্রনয়নের দাবিতে মানববন্ধন






    বাগেরহাট প্রতিনিধি ||

    দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ তিন দফা দাবিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের 

    বাগেরহাটে ধর্মীয় সংখ্যালঘু আইন প্রনয়ন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের সাধনার মোড়ে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে এই মানববন্ধন হয়।

    মানবন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র, সহসভাপতি লিটন কুমার সরকার, সাধারণ সম্পাদক মধুসুদন ধাম প্রমুখ।

    বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশে বসবাসকারি হিন্দু, মুসিলম, বৌদ্ধ, খ্রীষ্টান সকলে অংশ নিয়েছিল।এই দেশ সবার। তবে এদেশে কেন হিন্দুরা নিঘৃত হবে। যেকোন মূল্যে  ধর্মীয় সংখ্যালঘু আইন প্রনয়ন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা।

    মানববন্ধনে সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেনিপেশার শতাধিক নাগরিক অংশগ্রহন করেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad