কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-২ (সদর–কচুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম.এ.এইচ সেলিমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকায় আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এম.এ.এইচ সেলিম তাঁর নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’য় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঘোড়া প্রতীকে ভোট দিতে হবে।
পথসভায় বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করবেন।
সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল আমিন শিকদার, মেহেবুব আলম কিশোর ও বাসুদেব মুন্সী খোকন। তাঁরা বলেন, এম.এ.এইচ সেলিম একজন জনবান্ধব ও গ্রহণযোগ্য নেতা, যিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে এম.এ.এইচ সেলিমকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন