মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

    মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত



    শেখ তাইজুল ইসলাম ।। মোংলা উপজেলা প্রতিনিধি| 


    বাগেরহাটের মোংলায় প্রান্তিক মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ যাচাইকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মোংলার উপজেলার ৬নং চিলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।


    ‘ফিশনেট’ (Fisherfolk Integration for Sustainable Habitat and Natural Ecosystem Transformation - FISHNET) প্রকল্পের আওতায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নের লক্ষে "সমন্বিত কর্মপরিকল্পনা যাচাইকরণ সভা" শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


    উইমেন জব ক্রিয়েশন সেন্টার (ডব্লিউজেসিসি)-এর বাস্তবায়নে এবং ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর সহযোগিতায় এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। সভায় মৎস্যজীবী পরিবারের দুর্যোগকালীন নিরাপত্তা, টেকসই আবাসস্থল নিশ্চিতকরণ এবং প্রাকৃতিক বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা খসড়া উপস্থাপন ও স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে তা যাচাই করা হয়।


    প্রধান আলোচক.

    প্রজেক্ট ম্যানেজার বিলকিস খাতুন

    বলেন, উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীরা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে। একটি সঠিক ও সমন্বিত দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। ফিশনেট প্রকল্পের এই উদ্যোগ মৎস্যজীবী পরিবারগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।



    বীর মুক্তিযোদ্ধা মুক্তার আলী হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার বিলকিস খাতুন 

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কৌশিক মৌলিক কানু । বিশেষ অতিথি ইউপি সদস্য বৃন্দ এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বৃন্দ সহ। ৬নং চিলা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, ফিশনেট প্রকল্পের কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad