রামপালে র্যাবের হাতে এক অস্ত্রধারী সন্ত্রাসী আটক
রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলিসহ মোঃ মাসুদ শেখ (২৩) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটায় র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, সোমবার রাত ১১ টায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে রামপাল থানাধীন ভাগা বাজারের পল্লিবিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে আভিযান চালানো হয়। আভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময়ে তার কাছ ধেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি বাগেরহাট সদর থানাধীন ভট্টে বালিয়াঘাটা গ্রামের আঃ রশিদ শেখের ছেলে মোঃ মাসুদ শেখ।
র্যাব আরো
জানায়, আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়
যে, সে দীর্ঘদিন
ধরে গোপনে অবৈধ
অস্ত্র গোলাবারুদ নিজ
দখলে রেখে বিভিন্ন
অবৈধ কাজ করে
আসছে। অবৈধ অস্ত্র
ও গোলাবারুদ
নিজ হেফাজতে রাখার
দায়ে তার বিরুদ্ধে
রামপাল থানায় অস্ত্র
আইনে মামলা রুজু
প্রক্রিয়াধীন রয়েছে।
কোন মন্তব্য নেই