খুলনায় করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু
নিউজ ডেস্কঃ
খুলনায় উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তিনিই খুলনার প্রথম করোনা আক্রান্তে মৃত ব্যক্তি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটে ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। এ নিয়ে খুলনা বিভাগে প্রথম করোনা রুগির মৃত্যু হলো। খুলনা বিভাগে মোট করোনায় আক্রান্ত ৫জন মৃত্যু ১ জন।
করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি খুলনা জেলার রূপসা থানাধীন রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি আইটেল টেকনো মোবাইল ফোন সেটের সার্ভিসিং ইঞ্জিনিয়ার ছিলেন। তার অফিস হোটেল গোল্ডেন কিং ভবনের চতুর্থ তলায়। তিনি ৫ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে মৃতের স্বজনরা জানান।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ বলেন, আজ খুমেকের পিসিআর মেশিনে ১৯১ টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে একজনের শরীরে করোনা পাওয়া গেছে। শনাক্ত হওয়া ওই ব্যক্তি আজ সকালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, সকাল পৌনে ৯টার দিকে একজনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন, রূপসার মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ির পার্শবর্তী ২০ টি বাড়ী লকডাউন করা হয়েছে। এছাড়াও তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের খোঁজ নেওয়া হচ্ছে। তাদেরকেও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে।
কোন মন্তব্য নেই