Header Ads

মোংলায় দরিদ্র পরিবাররের পাশে দাড়ালো “মোংলা হেল্প ডেস্ক” সংগঠন

টাইমস ডেস্কঃ
 করোনা ভাইরাসের প্রভাবে যখন গোটা বিশ্ব অচল, তেমনি   করোনা পরিস্থিতিতে বাগেরহাটের মোংলায় ও অনেকে কর্মহীন হয়ে পড়েছে। বাগেরহাট মংলা উপজেলায়” মংলা হেল্প ডেস্ক” নামে একটি সামাজিক সংগঠনটি রামপাল মংলার রুপকার,  সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী   ও বর্তমান খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক ভাই ও বাগেরহাট ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য  উপমন্ত্রী হাবিবুন নাহারের দিকনির্দেশনায় হতদরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে   ১০০টি পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় মংলা পৌর এলাকা, চিলা ইউনিয়নের চিলা বাজার,বৈদ্যমারী ও জয়মনিতে,সুন্দরবন ইউনিয়নের কিছু জায়গা ও চাঁদপাই এলাকায় এই খাদ্যসামগ্রী    বিতরন করছে।
"মংলা হেল্প ডেস্ক” এর প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় উপকমিটির সহ -সম্পাদক শেখ ইকবাল লতিফ সোহেল বলেন- মংলা হেল্প ডেস্ক সব সময় যে কোনো দূর্যোগের দিনে জনগনের পাশে থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন নিজ অর্থায়নে এই ত্রান বিতরন করেছেন। সংগঠনের কর্মকর্তা মুন্না,সবুজ,আকাশ,সেতু,
সাইফুল,মজনু,মজিবরসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শেখ ইকবাল লতিফ সোহেল আরো বলেন আর্থিক সংকটে রয়েছে এই পরিবারগুলো। এ অবস্থায় আমি নিজ উদ্যোগে শতাধিক পরিবারকে এই খাদ্য সহায়তা দিলাম। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই সহায়তা অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.