Header Ads

বাগেরহাটের পৌর মেয়রের হটলাইন প্যাকেজ থেকে ১১২ জনকে খাদ্য সামগ্রী বিতরন



বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট ০২(সদর-কচুয়া) আসনের সম্মানিত সংসদ সদস্য শেখ পরিবারের ৩য় প্রজন্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রাতুষ্পুত্র জনতার এমপি জননেতা শেখ তন্ময়ের আহ্বানে পৌর মেয়র জননেতা খান হাবিবুর রহমান ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তার জন্য হটলাইন সার্ভিস চালু করেছে।

 মেয়রের হট লাইন নাম্বারে ফোন দিলেই জনগনের ঘরে খাবার পৌছে দেয়া হবে।

এই প্যাকেজের আওতায় ১১২ জনকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২:৩০ মিনিটে পৌর মেয়র খান হাবিবুর রহমানের উপস্থিতিতে বাগেরহাট আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোড়ল মিজানুর রহমান মন্টু সমিতির সাধারন সম্পাদক মো.আল  আমিন মোল্লা লিটনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময আরো উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি ড.অ্যাড.আজাদ ফিরোজ টিপু, বিশিষ্ট আওয়ামীনেতা জনাব মো.ফিরোজুল ইসলাম,সদর উপজেলার ভাইস চেয়্যারমান খান রেজাউল ইসলাম, কাউন্সিলর দোলন মোল্লা,নাসির উদ্দিন প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.