রামপালে টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

    রামপালে টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু



    বিশেষ প্রতিনিধি || 

    বাগেরহাটের রামপালে উপজেলায় বাংলালিংকের কোম্পানির  নেটওয়ার্কে টাওয়ার  থেকে পড়েনমোঃ তরুন হোসেন (২২) নামে এক শ্রমিকের  মুত্যু হয়েছে। বুধবার( ৩০ আগষ্ট) বিকেলে  ভাগা এলাকার বাংলালিংকের কোম্পানির  নেটওয়ার্কের টাওয়ারে কাজ করতে উঠলে অসাবধানতাবশত পা পিছলে পড়ে এই দূর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা তাকে  উদ্ধার করে  রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক   মেডিকেল অফিসার ডাঃ তাহরিমা খাতুন তাকে মৃত ঘোষনা করেন। 

    তিনি আরো বলেন, টাওয়ার থেকে পড়ে মাথায় আঘাত ও প্রচুর রক্তক্ষরন হলে  মৃত্যু হয়

    নিহত শ্রমিক ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কদমতলা গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে মো. তরুন শেখ (২২)। 

    এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বলেন, সংবাদটি পাওয়ার সাথে সাথে  থানার সাব-ইন্সফেক্টর  মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  জরুরি বিভাগের উপস্থিত হয়ে মৃতের সুরহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad