৩ মাস বন্ধের পরে আবারো খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

    ৩ মাস বন্ধের পরে আবারো খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন

     




    বাগেরহাট প্রতিনিধি ঃ

    টানা তিন মাস বন্ধ থাকার পর আগামী শুক্রবার ১ সেপ্টেম্ব থেকে আবারও দেশি-বিদেশি পর্যটকসহ সব ধরনের বনজীবীদের জন্য খুলে দেয়া হচ্ছে ওয়ার্ল্ড হ্যরিটেজ সাইড সুন্দরবন। এর আগে বন্যপ্রাণীর প্রজনন মৌসুম থাকায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সকল প্রকার বনজীবী ও টুরিস্টদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ কর্তৃপক্ষ। 

    সুন্দরবন লাইভ ট্যুর অপারেটরের মালিক গোলম রহমান বিটু  বলেন , টানা তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার (১ সেপ্টেম্বর ) থেকে আবারো সুন্দরবন উন্মুক্ত হবার খবরটি ট্যুর অপারেটরদের জন্য আনন্দের।  সুন্দরবন উন্মুক্ত হবার খবরে দেশী বিদেশী পর্যটকদের চাপ বেড়েছে। প্রায় সব ট্যুর অপারেটরের পর্যটকবাহী লঞ্চ ও বিলাসবহুল ক্রুজারের ক্যাবিন এক সপ্তাহ আগেই বুক হয়ে গেছে। পর্যটকদের চাপ এভাবে শীত মৌসুমের আগ পর্যন্ত থাকলে তিন মাস বন্ধের ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারবো।


    পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন,  প্রতিবছর সুন্দরবনের প্রজনন মৌসুমে তিন মাস টুরিস্ট ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় বন

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad