গণভোটে জনসম্পৃক্ততা বাড়াতে বাগেরহাটে জেলা প্রশাসনের সুধী সমাবেশ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

    গণভোটে জনসম্পৃক্ততা বাড়াতে বাগেরহাটে জেলা প্রশাসনের সুধী সমাবেশ

     

    বাগেরহাট :

    আসন্ন গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা জোরদার করতে বাগেরহাটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সচেতন ও দায়িত্বশীল ভোটার ছাড়া শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোটই একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি তৈরি করে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন। তিনি বলেন, গণভোটকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধরী (বিপিএম), জেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ আবুআনছার এবং জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম।

    সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ গণভোটে সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad