ইমরান হোসাইন, স্টাফ রিপোর্টার।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাগেরহাট জেলায় তিনটি সংসদীয় আসনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। জেলার এসব আসন থেকে ছয়জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় প্রতিদ্বন্দ্বিতার চিত্রে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে।
নির্বাচন অফিস সূত্র জানায়, বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীরা স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মমিনুল হক।
সবচেয়ে বেশি প্রার্থী প্রত্যাহারের ঘটনা ঘটেছে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে। এ আসনে তিনজন প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন। তারা হলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রমিজ উদ্দিন, একই দলের আরেক প্রার্থী অ্যাডভোকেট বালী নাসের ইকবাল এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম।
এ ছাড়া বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জুলফিকার হোসেন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী মো. রহমাতুল্লাহ।
অন্যদিকে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এ আসনে বর্তমানে ছয়জন প্রার্থী বৈধভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চারটি সংসদীয় আসন মিলিয়ে বাগেরহাট জেলায় এখন মোট ২৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জেলার রাজনৈতিক অঙ্গনে প্রতিযোগিতা ও উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন