শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা ও দোয়া - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

    শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা ও দোয়া

     


    ইমরান হোসাইন, স্টাফ রিপোর্টার।।


    মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।

    জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

    অনুষ্ঠানে জেলা, পৌরসভা, সদর উপজেলা ও কচুয়া উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন এবং বিএনপিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলেছিলেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।

    বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। একই সঙ্গে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

    অনুষ্ঠানে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

    আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করা হয় দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad