বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.) মাজারের দীঘি থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

    বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.) মাজারের দীঘি থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার




    টাইমস ডেস্কঃ

    বাগেরহাটের কচুয়া থেকে নিখোঁজের ৫ দিন পর হযরত খানজাহান আলী (রহ.) মাজারের দীঘি থেকে ভাসমান অবস্থায় ভ্যানচালক প্রহ্লাদ কুমার দাসের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মাজার দীঘির দক্ষিণপাড় থেকে ওই ভ্যান চালকের মরদেহটি উদ্ধার করা হয়। 

    নিহত ভ্যানচালক প্রহ্লাদ কুমার দাস বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে।


    এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


    নিহতের স্ত্রী লিপিকা রানী দাস বলেন, গত ৩০ নভেম্বর বিকেলে আমার স্বামী ভ্যানচালক প্রহ্লাদ দাস বাড়ি থেকে বের হন। ওইদিন বিকেল ৪টার সময় তার সঙ্গে আমার কচুয়ার সাইনবোর্ড এলাকায় দেখা হলে তিনি বলেন ভাড়া নিয়ে বাগেরহাটে যাচ্ছেন ফিরতে দেরি হবে। রাত ১২টা বেজে যাওয়ার পরও তিনি বাড়িতে না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাই। খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত ১ ডিসেম্বর কচুয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করি। মঙ্গলবার দুপুরে তার মরদেহটি বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে ভাসমান অবস্থায় পেয়ে পুলিশে খবর দিলে সেখানে গিয়ে তাকে শনাক্ত করেছি। 


    বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদরের হযরত খানজাহান আলী (রহ.) মাজার দীঘিতে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। গত ৩০ নভেম্বর কচুয়া উপজেলার সাংদিয়া গ্রাম থেকে ৫ দিন আগে প্রহ্লাদ দাস নামে এক ভ্যানচালক নিখোঁজ হন। মাজারের দীঘি থেকে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ভ্যান চালকের বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেছে। অন্তত ৪ থেকে ৫ দিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রহ্লাদকে হত্যা করে মরদেহটি দীঘিতে ফেলে গেছে। এসময় ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad