খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকায় নারীসহ ৫ জন গ্রে'ফ'তা'র - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

    খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকায় নারীসহ ৫ জন গ্রে'ফ'তা'র

     



     খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকায় নারীসহ  ৫ জন গ্রে'ফ'তা'র করা হয়েছে।  খুলনা সদর থানা পুলিশ ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ ১২.১৫ ঘটিকায় হোটেল মৌসুমী আবাসিকে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকায় ১) নাজমুস সাকিব বয়স (২৪), পিতা-মোহাম্মদ বখতিয়ার আকন, সাং-৯/উত্তর সরালিয়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, ২) সুনীল কুমার মন্ডল (৩৫), পিতা-উপেন্দ্রনাথ মন্ডল, সাং- কামালকাঠি, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, ৩) দেলোয়ার হোসেন মাসুম (৩৫), পিতা-মনসুর আলম, সাং-৪/বরদা দত্ত লেন, থানা-সোনাডাঙ্গা মডেল, ৪) রনি শেখ (২২), পিতা-সালাম শেখ, সাং-খান মোহাম্মদ পুর, আইচগাতি, থানা-রুপসা, জেলা-খুলনা এবং ৫) অন্তরা খাতুন (১৯), পিতা-মঈন শিকদার, সাং-ময়ূর আবাসিক, থানা-সোনাডাঙ্গা মডেলথানা, খুলনা । ‍এদেরকে গ্রে'ফ'তা'র করা হয়। গ্রে'ফ'তা'র"কৃ'ত আ'সা'মী'দের বি'রু'দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad