টাইমস ডেস্কঃ
মোংলা থেকে যশোর পর্যন্ত নতুন রেলপথে চালু হচ্ছে যাত্রীবাহী দুই জোড়া কমিউটার ট্রেন। একই সঙ্গে যশোর-খুলনা রুটে চলবে আলাদা এক জোড়া ট্রেন। আগামী ১ জানুয়ারি থেকে এই রুটে যাত্রী নিয়ে ছুটবে ট্রেন।
বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর রেলওয়ে ভবনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, যশোর-মোংলা রুটে শোভন কোচের ভাড়া ১২৫ টাকা, শোভন চেয়ারে ১৫০ টাকা এবং প্রথম শ্রেণিতে ভাড়া ২০০ টাকা।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, খুলনা-যশোর-মোংলা-যশোর-খুলনা রুটে ১১৩ থেকে ১১৮ নম্বর মোংলা কমিউটার ট্রেন চলবে। ট্রেনটিতে মোট কোচ থাকবে ৮টি (শোভন সাধারণ-৫টি, পাওয়ার কার-১টি, প্রথম সিট-১টি, গার্ড ব্রেক-১টি)।
এতে মোট আসন থাকবে ৭০০টি (শোভন সাধারণ-৬৩২টি, প্রথম শ্রেণির সিট ২৪টি, শোভন চেয়ার-৪৪টি)। ট্রেনটি যশোর থেকে মোংলায় যাওয়ার পথে যাত্রাবিরতি দেওয়া হবে—নোয়াপাড়া স্টেশন, দৌলতপুর স্টেশন, খুলনা মোহাম্মদনগর স্টেশন, কাটাখালী স্টেশন।
মোংলা-যশোর রুটে দিনের প্রথম ট্রেন যশোর ছাড়বে সকাল ৭টা ৫৫ মিনিটে এবং মোংলায় পৌঁছাবে ১০টা ২৫ মিনিটে। আর ফিরতি ট্রেন মোংলা ছাড়বে ১০টা ৪৫ মিনিটে আর যশোরে পৌঁছাবে দুপুর ১টা ৫ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি যশোর ছাড়বে ১টা ৫৫ মিনিটে আর মোংলায় পৌঁছাবে বিকেল ৪টা ২৫ মিনিটে। আর মোংলা ছাড়বে ৪টা ৫০ মিনিটে এবং যশোরে পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।
অন্যদিকে যশোর-খুলনা রুটে দিনের প্রথম ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায় আর যশোরে পৌঁছাবে ৭টা ১০ মিনিটে। আর যশোর থেকে রাত ৭টা ৪০ মিনিটে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ৯টার সময়।
বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
Home
খুলনা
ফিচার
বাগেরহাট প্রতিদিন
সারাবাংলা
মোংলা - খুলনা- যশোর রুটে চালু হচ্ছে ৩ জোড়া যাত্রীবাহী ট্রেন, নির্ধারিত ভাড়া ও সময়সূচি
মোংলা - খুলনা- যশোর রুটে চালু হচ্ছে ৩ জোড়া যাত্রীবাহী ট্রেন, নির্ধারিত ভাড়া ও সময়সূচি
Tags
# খুলনা
# ফিচার
# বাগেরহাট প্রতিদিন
# সারাবাংলা
About bagerhattimes
সারাবাংলা
আরো পড়ুন
খুলনা,
ফিচার,
বাগেরহাট প্রতিদিন,
সারাবাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন