Header Ads

PBRB এর প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে নাটোর জেলার ভিন্নরকম আয়োজন

সাব্বির তরফদার-নিজস্ব প্রতিবেদকঃ

প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ এর "১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে "সবুজে বাঁচি সবুজ বাঁচাই নগর প্রাণ প্রকৃতি য়সাজাই" এই স্লোগান নিয়ে বৃক্ষ রোপন ও
 স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর কেন্দ্রীয় অফিস থেকে সকাল ১০.৪৫ শুভ উদ্ভোদন করেন প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান যুব ও ক্রীড়া সংগঠকের আইকন প্রতিক্ষণ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির স্বপ্নদ্রষ্টা রক্তযোদ্ধা আল সাজিদুল ইসলাম দাদা ভাই এবং মহাসচিব জাকারিয়া আলম এর শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হয় উক্ত কর্মসূচি।
PBRB সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে করোনা মহামারী আকার ধারন করার জন্য দেশ ও মানুষের কথা চিন্তা করে কেক কাটার পরিবর্তে প্রত্যক সদস্য কে একটি করে গাছ লাগানোর অনুরোধ জানিয়ে,, প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আহবান জানিয়েছেন। সংগঠনের স্বপ্নদ্রষ্টা,যুবকদের আইকন PBRB কেন্দ্রীয় কমিটির বর্তমান চেয়ারম্যান আল সাজিদুল ইসলাম দুলাল দাদা ভাই। তারই কথায় সারা দিয়ে নাটোর জেলা শাখা সারাদিন ব্যাপী নানা কর্মসুচী পালন করেন। কর্মসুচীর বর্ণনা নিচে দেওয়া হলো। ১ম পর্বে তারা বৃক্ষ রোপন কর্মসুচী করেন আম জাম লিচু আমড়া।
গাছ লাগানোর স্থানের নাম নাটোর ফায়ার সার্ভিস চত্বর।
২য় পর্বে এক সিজারের রোগী সেচ্ছায় রক্তদান করে ও নাটোর থানার সামনে এবং কানাইখালী মাঠের সামনে পথচারী অটো চালক রিস্কা চালকদের মাঝে মাস্ক বিতরন করেন এবং বাদ যোহর তারা মিলাদ মাহফিলের মাধ্যমে তাবারক বিতরন করেন।  পোগ্রাম টির সমাপ্ত ঘোষনা করেন নাটোর জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম সুজন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন
এ্যাডঃ আঃ মালেক শেখ সাংগাঠনিক সম্পাদক নাটোর জেলা আওয়ামীলীগ ও সাধারন সম্পাদক নাটোর জেলা আইনজীবী সমিতি।


প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন
মোঃ শহিদুল ইসলাম ষ্টেসন অফিসার ফায়ার সার্ভিস নাটোর।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত।
এ্যাডঃ মোঃ আজিম উদ্দিন জজ কোর্ট নাটোর
এ্যাডঃ মোঃ আতাউর রহমান লিটন জজ কোর্ট নাটোর
মোঃ মিজানুর রহমান বাবু ব্যাবস্হাপনা পরিচালক নাটোর শাপলা ক্লিনিক।
আরো উপস্হিত ছিলেন।
মোঃ সামসু্ল ইসলাম স্বাস্হ্য বিষয়ক সম্পাদক নাটোর জেলা শাখা পি বি আর বি
সভাপতিত্ব করেন
মোঃ শহিদুল ইসলাম সুজন সভাপতি নাটোর জেলা শাখা পি বি আর বি।
সার্বিক পরিচালনা করেন।
মোঃ মারুফ হোসেন অর্থ সম্পাদক নাটোর জেলা শাখা পি বি আর বি।
এছাড়া আরো অন্যন্যা নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
এ বিষয়ে নাটোর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম সুজন বলেন আমরা যুবকরাই আগামী দিনের সম্পদ। আমাদের রক্তদান সহ সামাজিক কাজে মানুষের মাঝে উদ্বুদ্ব সৃষ্টি করা। তিনি আরো বলেন,,, আমরা নাটোর জেলা শাখা বাংলাদেশের ৬৪ টা জেলার ভিতর নাটোর জেলাকে শ্রেষ্ট জেলা হিসাবে রুপান্তরিত করার জন্য মানব সেবায় কাজ করে যাবো।
উল্লেখ্য এটা প্রতিক্ষণ যুব ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন।
তাং ১/৬/২০ইং রোজ সোমবার

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.