রামপালে হেরোইন-গাঁজা জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারির কারাদণ্ড - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ৩১ জুলাই, ২০২৩

    রামপালে হেরোইন-গাঁজা জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারির কারাদণ্ড

     




    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || 

    রামপালে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারীকে পৃথকভাবে কারাদণ্ড প্রদান করা হয়েছে।  রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় এ দণ্ডাদেশ প্রদান করেন। 


    দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার পারগোবিন্দপুর গ্রামের মো. লিয়াকত আলী খাঁ'র পুত্র মো. রাজ্জাক খাঁ (৩১) ও রণসেন গ্রামের শেখ আতিয়ার রহমানের পুত্র শেখ নূরুল ইসলাম (৪১)। গত ৩০ জুলাই সকালে সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মিলন কুমার মুখার্জীসহ অন্যান্য কর্মচারীদের নিয়ে এক অভিযান পরিচালনা করেন। 


    ওই সময় আসামী রাজ্জাকের দখলে থাকা ১ কেজি ১০ গ্রাম গাঁজাসহ তাকে পারগোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে তাকে ১ বছর ১০ মাস বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর আসামী নূরুল ইসলামকে রণসেন এলাকা থেকে ৮২ পুরিয়া হেরোইন (৩ গ্রাম) সহ আটক করেন। আটক নূরুল কে হোরোইন রাখার অপরাধে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


    আটককৃত দন্ডপ্রাপ্ত ২ আসামীকে রামপাল থানা পুলিশের নিকট সোপর্দ করা হলে পু্লিশ তাদের বাগেরহাটের জেল হাজতে প্রেরণ করে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad