বাগেরহাটে দোকান থেকে ৯০ ভরি স্বর্ণালংকার চুরি - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

    বাগেরহাটে দোকান থেকে ৯০ ভরি স্বর্ণালংকার চুরি

     





    বাগেরহাট প্রতিনিধি ঃ

    বাগেরহাটে দেয়াল কেটে স্বর্ণের দোকানে প্রবেশ করে ৯০ ভরি সোনা চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের রেল রোডস্থ প্রবির কুমার সরকারের প্রনব জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।

     দোকানের পিছনে একটি প্রিন্টিং প্রেসের দরজার তালা ভেঙ্গে ভেতর থেকে দেয়াল কেটে জুয়েলার্স দোকানে প্রবেশ করে চোরেরা। পরে সেখানে থাকা প্রায় ৯০ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছেন জুয়েলার্সের মালিক প্রবির কুমার সরকার।

    জুয়েলার্সের মালিক প্রবির কুমার সরকার বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে যাই। দোকানে কোনো কর্মচারী ছিল না।দোকানে সিসি ক্যামেরা ছিল, এর কয়েকটি ক্যামেরা নষ্ট ফেলে তারা। শনিবার ভোর ৫টায় স্থানীয় বাড়ির এক লোক দোকানের পিছনে কাটা দেখে পাশের দোকানদারদের জানায়।তাদের মাধ্যমে খবর পেয়ে দোকানে আসি। এসে দেখি ৯০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।  

    বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad