ঘরে থাকুন, সরকারী নির্দেশনা মেনে চলুন: ওসি রামপাল থানা
বাগেরহাট টাইমস ডেস্ক: বাগেরহাটের রামপাল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, ঘরে থাকুন সুস্থ থাকুন,সরকারী নির্দেশ মেনে চলুন। এ নির্দেশনা বাস্তবায়নের জন্যে প্রতিদিন আমরা আমাদের জনবল নিয়ে মটরসাইকেলে মহোড়া দেই । মঙ্গলবার বিকেলে প্রতিদিনের ন্যায় মহড়াকালে উপজেলার ভাগা বাজারে তিনি রামপাল টাইমসকে এ কথা বলেন । তিনি আরো বলেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন বাজারে যাই এবং সচেতনতরে লক্ষ্যে কাজ করছি ।
করোনা সতর্কতায় আমাদের এ অভিযান অব্যহত থাকবে । রামপালবাসীর উদ্দেশ্যে তিনি বিশেষ ভাবে বলেন, আপনারা প্রয়োজন ছাড়া কেহ ঘর হতে বের হবেন না । এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত নজরুল ইসলাম সহ সকল এস আই, এএস আই এবং কর্তব্যরত পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ভাগা বাজারের মহড়া শেষে রনসেন, নতুন বাজার হয়ে বির্নি ছায়ারাবাদের কয়েকটি জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকটি চা’য়ের দেকান বন্ধ করে দেওয়া হয় । এ সময় সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ।
করোনা সতর্কতায় আমাদের এ অভিযান অব্যহত থাকবে । রামপালবাসীর উদ্দেশ্যে তিনি বিশেষ ভাবে বলেন, আপনারা প্রয়োজন ছাড়া কেহ ঘর হতে বের হবেন না । এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত নজরুল ইসলাম সহ সকল এস আই, এএস আই এবং কর্তব্যরত পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ভাগা বাজারের মহড়া শেষে রনসেন, নতুন বাজার হয়ে বির্নি ছায়ারাবাদের কয়েকটি জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকটি চা’য়ের দেকান বন্ধ করে দেওয়া হয় । এ সময় সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ।
কোন মন্তব্য নেই