Header Ads

খুলনা বিভাগে মোট করোনায় আক্রান্ত ৭৮, শীর্ষে যশোর ৩০

নিউজ ডেস্কঃ 
বৃহত্তর খুলনা বিভাগে এই পর্যন্ত মোট  করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন। যাদের মধ্যে শুধুমাত্র যশোরের  আছেন সর্বচ্চো ৩০ জন।
খুলনা বিভাগে  মোট আক্রান্ত ৭৮ জন ,মোট সুস্থ ৪ জন, করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে মৃত্যু বরন করেছেন ২ জান।
গত ২৪ঘন্টায় খুলনা বিভাগে   মোট আক্রান্তের সংখ্যা  ২৮জন।

মোট আক্রান্তঃ খুলনা জেলাতে ৮জন,নড়াইল জেলাতে ১০জন, যশোর ৩০জন, ঝিনাইদহ ১০, কুষ্টিয়া ৫জন, বাগেরহাট ১জন, মেহেরপুর ২জন, মাগুরা ৪জন, চুয়াডাঙ্গা ৭জন, সাতক্ষীরা ১জন।
সূএঃ সিভিল সার্জন অফিস খুলনা

যবিপ্রবির ল্যাবে আরও ২৭ জনের কোভিড-১৯ পজেটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে আজ ((২৬ এপ্রিল, ২০২০ খ্রি. তারিখে))

★যশোরের ৪২টি নমুনার মধ্যে ১৪টি,
★ঝিনাইদহের ১৫টি নমুনার মধ্যে ৮টি,
★নড়াইলের ৪টি নমুনার মধ্যে ৩টি,
★মাগুরার ৫টি নমুনার মধ্যে ২টি সহ

মোট ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।

তথ্যসূত্রঃ PRO, JUST

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.